- Advertisement -
- Advertisement -
অদৃশ্য দৃষ্টির ইশারা
নাসরিন সিমি
তুমি নিষিদ্ধ গন্ধমের মত
লোভের হাতছানি দাও শুধু
আমি কতটা পথ পাড়ি দিলে
পৌছবো স্বর্গের শেষ দ্বার প্রান্তে ।
আর্গল খুলে ইশারায় বসতে দেবে
দেবীদের অভিশাপ হতে বাঁচাতে
তুমি নিশ্চুপ রাখবে আমাকে
আমি নৈশব্দের আড়ালে থাকবো।
অদৃশ্য যন্ত্রণার রক্তক্ষরণে পিষ্ট থেকে
প্রতিনিয়ত আশায় হৃদয় নিয়ে আমার
দৃশ্যমান হবে দেবীদের সাথে তোমার
অবিরত প্রণয়ের কামলীলা।
এই প্রণয়লীলা দৃষ্টিগোচর করিয়ে
লাভ কি তোমার প্রিয়তম দেবতা?
হাজার দেবীর সঙ্গমে রত হবার পরেও
আমি তোমার হৃদয়ে অধিষ্ঠান চাই।
- Advertisement -