অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের ২০ আগস্ট অধিকৃত পশ্চিম তীরের বেইটা শহরে ইভায়াটার ইসরাইলি ফাঁড়ি নির্মাণের বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি বাহিনী টিয়ারগ্যাস ও গুলি বর্ষণ করে।

অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে ইসরাইলি বাহিনী সহিংস দমন অভিযান চালানোর পর কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম তীরের শহর আল-খলিল (হিব্রন) -এর দক্ষিণে আল-তুওয়ানি এলাকায় একটি বন্দোবস্তবিরোধী সমাবেশে হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে আহত করেছে। নেতাকর্মীদেরও আটক করা হয়।

গ্রাম পরিষদের প্রধানের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা পুরো গিয়ারে প্রতিবাদকারীদের রাইফেল বাট দিয়ে আঘাত করে এবং তাদের বিরুদ্ধে টিয়ারগ্যাস ব্যবহার করার পাশাপাশি তাদের উপর গুলি চালায়। টিয়ারগ্যাস শ্বাস নেওয়ার কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারী আঘাত পেয়েছে এবং আন্তর্জাতিক কর্মী সহ আরও কয়েক ডজন শ্বাসকষ্টে ভুগছে।

পৃথকভাবে শুক্রবার, পশ্চিম তীরের শহর নাবলুসের বেইটা এবং বেইট দাজান গ্রামে ইসরায়েলি সৈন্যরা দুটি উপনিবেশ বিরোধী বিক্ষোভে হামলা করলে কমপক্ষে সাত ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়। টিয়ারগ্যাস শ্বাস নেওয়ার কারণে সমাবেশে আরো কয়েক ডজন ফিলিস্তিনি বিক্ষোভকারীও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গ্রাম পরিষদের একজন সদস্যের মতে, ইসরায়েলি সৈন্যরা আল-মুগায়িরের পূর্ব প্রবেশদ্বার চলমান বন্ধের বিরুদ্ধে এবং ইসরায়েলি হেফাজতে থাকা বর্বর নির্যাতনের শিকার হওয়া ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শত শত লোককে গুলি করে। দখলকৃত অঞ্চলে কয়েক মাস ধরে ইসরাইলের বসতি কার্যক্রম এবং তার পূর্বপুরুষের বাড়ি থেকে ফিলিস্তিনি পরিবারকে পরিকল্পিতভাবে উচ্ছেদ করার কারণে উত্তেজনা চলছে। চলতি বছরে এখন পর্যন্ত বিক্ষোভে ইসরাইলি দমন অভিযানে বহু ফিলিস্তিনি নিহত ও বহুসংখ্যক আহত হয়েছে।

পশ্চিম তীর এবং পূর্ব আল-কুদসে ১৯৬৭ সালের ইসরায়েলি দখল থেকে তৈরি হওয়া ২৩০ টিরও বেশি বসতিতে ৬০০,০০০ এরও বেশি ইসরায়েলি বাস করে। সমস্ত ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ কারণ তারা দখলকৃত জমিতে নির্মিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বেশ কয়েকটি রেজুলেশনে দখলকৃত অঞ্চলে ইসরাইলের বসতি কার্যক্রমের নিন্দা জানিয়েছে। (Presstv)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here