অনুরাগের নীল রং । আশরাফ মির্জা

- Advertisement -
- Advertisement -

অনুরাগের নীল রং 
আশরাফ মির্জা

অনুরাগ নীল রং বেছে নেয়
বেদনার বেলাও তাই বুঝি
সময় বেদনাকে ক্ষয়ে দেয়
ভালবাসার রংধনু তাই খুঁজি।

নীলাকাশ সাদা মেঘে ঢাকে
কখনও তা রাঙিয়ে হয় লাল,
ভালবাসা চিরজাগরুক থাকে
হয়না সে বেদনার আড়াল।

ভাললাগার দূরের সেই নীল
সামনে এসে লজ্জায় লাল,
ঝড়ের কারণে দরজায় খিল
লাগায় সে বিরাগের ঝাল।

লুকিয়ে থাকে অনুভূতির নীল
প্রকাশ্যে তার আনাগোনা নাই,
পড়েছিলো শান্ত সরোবরে ঢিল
আজও তার রেশ আছে তাই।

উঁকিঝুঁকি দেয় মনের নীড়ে
মেঘে ঢাকা দূরের আকাশ,
আঁধার কাটলে পাখি ফিরে
দিয়ে যায় একটু অবকাশ।

- Advertisement -

আরো পড়ুুর