অনুর্বর মন । ক্যামেলিয়া আহমেদ

অনুর্বর মন 
ক্যামেলিয়া আহমেদ

কী যেন এক তিক্তস্বাদে রুগ্ন হৃদয়
আমরা বিমুখ প্রিয়জনদের থেকে
কারো উজ্জল সাফল্যে নিয়ত ঈর্ষার জাল বুনি
আমাদের হৃদয় এখন অঙ্গারিত কাষ্ঠ।

অনুর্বর মনে গোলাপের চাষ হয় না
নিঃস্বপ্ন চোখে ধোয়াটে পূর্ণিমার আলো
অথচ বিচিত্র অলোক সাজে অবিবেকি এ মন
নির্বোধ আনন্দ উৎযাপন করে।

আমরা আলিঙ্গনে অপ্রস্তুত নির্বাক
বিব্রত হই পথের আলাপনে
অগ্রজের সান্নিধ্য অনাত্ম মনে হয়
সব অস্বীকার করে নির্বোধ
খুঁজি দেবতার স্পর্শ।

কে যায় প্রাসাদে কে যায় পতনে
তিমিরে তলাবে কে এ উর্ধ্বশ্বাসে উৎকণ্ঠিত
অনুদার আত্মায় পুঞ্জ পুঞ্জ কালি মেখে
তৈরি করি অনন্তের অন্ধকার।

কোথায় সে পথ যেখানে মিলিত হবো
হবে আত্মার উজ্জল উৎসব
হৃদয়কে উর্বর করে চাষ হবে সহস্র গোলাপের
সুবাসে সিক্ত করে নেবো হৃদয়
আমরা সকলে পেয়ে যাবো দেবতার স্পর্শ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here