অনুষ্ঠিত হলো সম্প্রীতির মানিকগঞ্জ’র ফটো কন্টেস্টের পুরস্কার বিতরণ

0
507

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে “সম্প্রীতির মানিকগঞ্জ” ফেসবুক গ্রুপের প্রথম ফটো কন্টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জেলা শহরের বেউথা গাঙ রেষ্টুরেন্টে “সম্প্রীতির মানিকগঞ্জ” ফেসবুক গ্রুপের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফটো কন্টেস্টের ১০ জন বিজয়ী মেম্বারকে ক্রেস্ট এবং টিশার্ট উপহার দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ আবদুল মালেক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য এবং এডমিন আলামীন হোসেন, মাহদী আল ফারাবী, কাজী আব্দুল্লাহ, মিজানুর রহমান, রুবেল মাহমুদ আবির, কুদরত ই খুদা স্বপনসহ গ্রুপের সদস্যবৃন্দ্। এ বিষয়ে জানতে চাইলে “সম্প্রীতির মানিকগঞ্জ” ফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক এবং গ্রুপের প্রতিষ্ঠাতা দারুল সালাম জোনের এসিস্ট্যান্ট কমিশনার মিজানুর রহমান জানান, সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানিকগঞ্জের তরুণদের উদ্ভুদ্ধ করার লক্ষেই আমাদের গ্রুপ কাজ করে যাচ্ছে। আগামীতেও সকল সামাজিক কাজে “সম্প্রীতির মানিকগঞ্জ” সকলের পাশে থাকবে। সর্বশেষ তিনি “সম্প্রীতির মানিকগঞ্জ” ফেসবুক গ্রুপের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।

 

অন্যধারা/১৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here