গত ১০ আগস্ট ২০১৮ শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে অন্যধারা সাহিত্য সংসদের প্রধান কার্যলয় ২২ ইন্দিরা রোড (৩য় তলা), তেজগাঁও, ফার্মগেট, ঢাকায় নিয়োমিত ১৭৭ তম সাহিত্য আড্ডায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, উদ্বোধক কবি বিলু কবীর, প্রধান আলোচক কবি জাকির আবু জাফর, বিশেষ আলোচক কবি আলী মুহাম্মদ লিয়াকত , আড্ডার মধ্যমনি কবি কণ্ঠশিল্পী হাসান মাহমুদ, পাঠিত কবিতার আলোচক কবি হারুন আর রশিদ এবং সভাপতিত্ব করেন কবি সৈয়দ আজিজ। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। শোক দিবসের তাৎপর্যপূর্ণ
বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক এবং সাংবাদিকগণ। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সভায় উপস্থিত কবিগণ কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো কানায় কানায় পূর্ন। সকল কবির কণ্ঠে ধ্বনিত হয় “হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু বাঙালী জাতীর অহংকার। বিশ্ব স্বীকৃত এক মহান নেতা।” তিনি নিজের জীবনের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ উপহার দিয়েছেন। তার সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়িত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকবৃন্দ। নির্ধারিত অতিথি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বীর কবি মুহাম্মদ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কবি আশরাফ মির্জা, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ রনো, কবি মতিউর রহমান মানু, কবি হাসান কামরুল, কবি বান্দা হাফিজ, কবি রোদেলা নীলা, কবি গোলাম রব্বানী টুপুল, কবি ফাতেমা জহুরা ময়না, কবি হামিদা পারভীন সম্পা, কবি মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন, কবি হাসান নাশিদ, কবি হুমায়ন কবীর সাগর, কবি সোনাতন মিত্র, কবি মানিক মোহাম্মদ ওমর, কবি সমা খান, কবি শাহজাহান মোহাম্মদ, কবি নাসিমা খাঁন মুন্নি, কবি শারমিন সুলতানা মৌ, কবি মারুফুল হাসান, কবি নাসিমা আক্তার নিঝুম, বাদল হাওলাদার, সাংবাদিক জাকারিয়া নূরী, সাংবাদিক আলমগীর হোসেন, কবি শফি সুমন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শাওন আসগর।