অন্যধারা সাহিত্য সংসদ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব পদ হারালেন কবি শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি: ৪ আগস্ট ২০২১ অন্যধারা সাহিত্য সংসদ এর কেন্দ্রীয় কমিটি হতে কবি শাওন আসগর সেচ্ছায় মহাসচিব পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র প্রেরণ করে ফেসবুকে ( কবি শাওন আসগরের ব্যক্তিগত আইডি ও অন্যধারা সাহিত্য সংসদ গ্রুপে) স্ট্যাটাস দেওয়ার কারণে সংগঠন পরিচালনার নীতিমালার ৯১(খ) ধারা অনুযায়ী তার পদত্যাগ পত্র চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান ও কো– চেয়ারম্যান আলোচনা সাপেক্ষে একসেপ্ট করে তাকে ভার্চুয়ালের এডমিন ও সাধারণ সদস্য হতে রিমুভ করা হোক মর্মে সিদ্ধান্ত জানিয়েছেন। এ নির্দেশ আগামী ৫ আগস্ট ২০২১ হতে কার্যকর হবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা জানান। পরবর্তীতে সংগঠনের মুখপাত্র ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করে সবাইকে অবগত করবেন বলে এ প্রতিবেদককে জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ রনো বলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে তাঁর দীর্ঘদিনের সফলতার ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কাব্যিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি। সম্ভাব্য মহাসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন- এটা সাংগঠনিক বিষয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে অচিরেই গঠনমূলক সিদ্ধান্ত নিবেন বলে প্রত্যাশা করি। হতাশ হওয়ার কিছু নেই, আগামীতে যোগ্য নেতৃত্ব আসবে বলে জানা যায়।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর