অন্যধারা ডেস্ক : আজ শুক্রবার ১১ আগস্ট ২০১৭ বিকেল ৪:৩০ মিনিটে প্রতি শুক্রবারের যথারীতি অন্যধারা সাহিত্য সংসদে ১২১তম সাহিত্য আড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আড্ডার সভাপতি কবি গোলাম রব্বানী টুপুল স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আড্ডাটি শুরু হলে উদ্বোধক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ৭০র দশকের কবি আইয়ুব হোসেন। তিনি বাংলা কবিতার বাক বদল প্রসঙ্গে আলোচনা করে আড্ডার মধ্যমণি কবি জি.এম.এ হামিদ আল মুজাদ্দেদীর কাব্য ভাবনা প্রাসঙ্গিক আলোচনা করে তাকে অভিনন্দন জানান। আড্ডার মধ্যমণি তিন পর্বে স্বরচিত দশটি কবিতা পাঠ করেন।
আড্ডার মধ্যমণিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি মোঃ হুমায়ুন কবির সাগর, কবি রফিক হাসান, কবি আশরাফ মির্জা, কবি মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
বিশেষ আলোচক হিসেবে আড্ডার মধ্যমণির কবিতা প্রাসঙ্গিক ব্যপক আলোচনা করেন কবি আলী মোঃ লিয়াকত। তিনি বলেন, বাংলা কবিতা চর্চার বিভিন্ন বাগ বদলের কারণে গতি স্থিমিত হয়ে থাকেনি। বর্তমান কবিতার ভাব-ভাবনা ভাষা শৈলির ব্যপক পরিবর্তন সাধিত হয়েছে।
নজর কারার মত বিষয় হল আড্ডাটি পরিচালনা করেছেন তিন জন প্রতিতযশা কবি। তারা হলেন কবি মোঃ মাসুম বিল্লাহ, কবি বকুল আশরাফ ও কবি আফিয়া রুবি।
এক পর্যায়ে অন্যধারা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব সম্পাদক ও প্রকাশক কবি সৈয়দ রনো আড্ডায় উপস্থিত হলে সঞ্চালক তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন। তিনি আড্ডার মধ্যমণির কবিতার বিশ্লেষণ করার পর এক পর্যায়ে সাংগঠনিক আলোচনা করতে গিয়ে বলেন, সাপ্তাহিক অন্যধারা পত্রিকা, দৈনিক আলোকিত প্রতিদিন, অন্যধারা সাহিত্য সংসদ এবং অন্যধারা পাবলিকেশন্স আপনাদের উৎসাহ অনুপ্রেরণার বাতিঘর। সামনে ঈদুল আযহা সম্পর্কে ঈদ সংখ্যা এবং লিটল ম্যাগ প্রকাশিত হতে যাচ্ছে। যেখানে আপনাদের একটি মূল্যবান লেখা পাঠিয়ে আপনাদের প্রাণের সংগঠনটির গতি সঞ্চালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য রাখেন। তিনি বলেন, বিশ্ব কাব্যাংগনে এখন বাংলা কবিতা কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। এমনকি পরিশিলিত, মননশীল কাব্যচর্চার মধ্য দিয়ে দিন দিন বাংলা কবিতা এগিয়ে যাচ্ছে। তার অংশবিশেষ হিসেবে অন্যধারার সাহিত্য সংসদের ধারাবাহিক প্রতি শুক্রবারের নিয়মিত আড্ডা। আড্ডার মধ্যমণিকে কাব্য চর্চা নিয়মিত ভাবে চালিয়ে যাবার জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আড্ডায় অনুষ্ঠিত কবিদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
উপস্থিত আলোচক অতিথিবৃন্দ স্বরচিত কবিতা পাঠ ছাড়াও আরো কবিতা পাঠ করেন। কবি মোঃ সারোয়ার জাহান, কবি সাঈদ তপু, কবি বেপারী নজরুল ইসলাম, নূর মোঃ কামরুজ্জামান কাইয়ুম, নাছিমা আক্তার নিঝুম, কবি শাহজাহান মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে আড্ডার মধ্যমণিকে সংগঠনের পক্ষ হতে অন্যধারা স্বারক পত্র তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ। সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে আড্ডাটি শেষ হয়।
আলোকিত প্রতিদিন/১১ আগস্ট/জে এইচ