অপেক্ষা করতে শেখো
জাহাঙ্গীর ফিরোজ
অপেক্ষা করো
দেখতে দেখতে ভোর হবে
অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে অাসছে
অালো অার অাঁধারের খেলা বুঝে নাও।
অপেক্ষা করো
অপেক্ষা করতে শেখো ধীরে ধীরে
রাত ও দিনের কাছে
চাঁদ ও সূর্যের কাছে।
দিবাকর মেঘের অাড়ালে যায়
দিন শেষে অস্ত গিয়েছে
কৃষ্ণপক্ষ শেষ হয়ে অাসছে
অপেক্ষা করো
ভোর হবে।