অন্যধারা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৬ জুলাই) তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। যদিও তামিম জানান, হুট করেই তিনি সিদ্ধান্ত নেননি।
১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য তামিম কোচ, বিসিবিসহ সতীর্থদের ধন্যবাদ জানান। আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।
এদিকে জানা যায়, অবসরের ঘোষণা দেয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তামিমকে এখনই অবসর না নেয়ার অনুরোধ করা হয়। টাইগার অধিনায়ককে পরামর্শ দেয়া হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে। তবে তামিম তার সিদ্ধান্তেই অটল ছিলেন এবং শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দেন।
তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’
বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, তামিম অবসর নিয়ে বিসিবিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানালে বিষয়টি নিয়ে কী করা যায় তারা দেখবেন।
ডিও // রহখ