অভিমানী বৈশাখ
আলী মুহাম্মদ লিয়াকত
শীত বসন্ত পাড়ি দিয়ে এসেছো বৈশাখ,
তাইতো শুনি গাছে গাছে পাখ-পাখালির ডাক।
আম জাম আর লিচু কাঠাল মৌতাত ছড়ালো,
দুষ্টু চোখের মিষ্টি হাসি হৃদয় ভরালো।
পাতার সবুজে ডাকে এখনও কোকিল,
তুমি কাছে এলেই পাই কবিতার মিল।
ধানের শীষের একটু পাশে মৌরী কেশর দোলে,
অনামিকা তোমার খোঁপা দাও না এবার খুলে।
ছাতিম তলে হলুদ পাখি, বউ কথা কও বলছে ডাকি,
নীল আকাশের আঁচল খোলো, রোদের দানা মাখি।
সবুজ গালিচা শিশিরের বুকে বিছাও প্রেমপত্র,
পলাশ শিমুল কৃষ্ণচুড়া ফুটুক যত্রতত্র।
গাছে গাছে ফুল ফোটে পাখির গানে গানে,
তৃষিত হৃদয় চেয়ে থাকে মেঘ-বৃষ্টি পানে।
মোমাছিরা মাতাল যখন ফুলের রেণু খেয়ে,
ঈশান কোনে কাল-বোশেখী আসছে দেখ ধেয়ে।
বৃষ্টি ফোঁটায় যাক মুছে যাক,জীর্ণতা আর গ্লানি
নতুন পথে যাত্রা তোমার শুভ হোক অভিমানী।