অভিলাষী
মিনু কুরাইয়া
তোমার সাথেই ছিলো আমার
মিলনের অভিলাষ
তোমার সাথেই হলো আমার
নিষ্ঠুর কারাবাস।
তোমার জন্য সাজানো ছিল
নীল পদ্মাসন
অহংবোধে ভাঙ্গলে তুমি
পূজার সকল সাধন।
চেয়েছিলাম তোমার উঠুন
ছায়া শীতল ভূমি
তোমার কাছে মহানগর
অনেক অনেক দামী ।
ঝড়ের পরেও মন বসে রয়
বিফল মনোরথে
সব ছেড়ে তাই পড়ে থাকি
তোমায় পাবার পথে ।
যাক ফুরিয়ে আয়ু আমার
ঝরুক চোখে জল
ক্ষুদ্র আমি , তবুও করি
তোমায় পাবার ছল ।
হয় যদি তো হোক না মরণ
হয়েই কারাবাসী
তোমার জন্য হলাম না হয়
প্রেমেই অভিলাষী।