অভিশপ্ত মানুষ । মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন

অভিশপ্ত মানুষ
মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন

কম বয়সের ছবি দিয়ে
অমানুষের দল,
ফেসবুক আইডি খুলে তারা
করছে নোংরা ছল।

নারীর ছবি দিয়ে আবার
আইডি খুলেছে,
পশুর রক্তে জন্ম ওদের
প্রমান মিলেছে।

নেই পরিচয় কুলাঙ্গারদের
হিজলা হয়ে রয়,
শুকর কুকুর নোংরা প্রাণী
ওদের পরিচয়।

দুষ্ট কিছু ছেলে মেয়ে
ফেসবুক নিয়ে খেলছে,
মানবপশু হয়ে তারা
নোংরা কর্ম করছে।

শিক্ষণীয় ফেসবুক স্কুল
ছিল চমৎকার,
দুষ্টরা আজ নোংরা পথে
করছে ব্যবহার।

হারামিরা পরবে রোগে
দিচ্ছি অভিশাপ,
খোদা ওদের গজব দিও
কামড়ায় যেনো সাপ।

রাখবে মনে ফেসবুক বন্ধু
যাচাই করার জন্য,
দেখবে দিয়ে ভিডিও কল
মানুষ কি না বন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here