অভিসার । জাহাঙ্গীর ফিরোজ

- Advertisement -
- Advertisement -

অভিসার
জাহাঙ্গীর ফিরোজ

 

বাঁকা রাতের সরল সোজা চাঁদ
বসলো এসে ভোমরা ক্যাচা ফলে
তখন কালো মেঘের ভেজা শার্ট
ঘামের গন্ধে উসকে দিলো রাত।

হাওয়ায় দুলে পরাগ মাখে ফুল
ভাঙা চাঁদের মাকড়ি কানে,
চুল এলিয়ে পড়া খোঁপার কাঁটা খুলে
বিছিয়ে দিলো নরম কচি ঘাসে।

ফাগুন লাগা মাঠের পাগল হাওয়া
দম টেনে নেয় ভেজা শরীর থেকে
শঙ্কা এলেন, দুয়ার খোলে কেউ
চমকে ওঠে নীল দীঘিতে ঢেউ।

চাঁদের আলো পান করেছে চাঁদ
হৃদয় নাচে অভিসারের রাত
কে চাঁদ কে রাত কে বা ভ্রমর ফুল
ঘোর লেগেছে ভাঙছে নদীর কূল।

বাঁকা রাতের সরল সোজা চাঁদ
ক্যান নদীতে জোয়ার ডেকে আনে
সব ভেসে যায় সব ভেসে যায় বানে।

- Advertisement -

আরো পড়ুুর