অমৃত উপহার । মিনু কোড়াইয়া

অমৃত উপহার
মিনু কোড়াইয়া

 

তোমার চারপাশ ঘিরে এখন পাতাবাহরী শোভা
শব্দের গুঞ্জনে ভরা থাকে প্রমোদভবন,
আমি নিঃশ্চুপ দাঁড়িয়ে থাকি, দূরের রৌদ্র বনে
ভালোবেসে, সেই নাম ধরে ডাকবে কখন ।

তোমার উঠুন জুড়ে উপচে পড়ে সাগরের কল্লোল
উন্মত্ত যৌবনা নায়ে করো এপার ওপার,
তীব্র তরঙ্গ দুলে আছড়ে পড়ে আমার বুকের পরে
সব কাজ ফেলে, আমি  ছুটে আসি বারবার।।

চারপাশে সগৌরবে বিস্তৃত তোমার খ্যাতির কথা
সূর্যের উজ্জ্বল দ্যোতি খেলে সুশ্রী আদলে,
সেই মুখ চেয়ে চেয়ে আমার অপেক্ষমান দিন
অশ্রুতে সুদীর্ঘ বরষা, জড়িয়ে থাকে আঁচলে ।

আসর সমৃদ্ধ, তুমি পরিতৃপ্ত কবিতার বাসরে
আমার অনুভবে বাড়ে আত্মার গভীর বন্ধন,
গোপনে বুকের গহীনে জড়িয়ে রাখি বিনম্র স্পর্শ
গায়ে মাখি তোমার শব্দের সোহাগী চন্দন।

আমার সমস্ত প্রশান্তি তোমার চারুময় প্রশস্ত বুকে
যা নিয়তই ঢেকে রাখো গম্ভীর কারুকার্যে,
যদি পাই তোমার ক্ষীণ প্রসাদ, জোনাক আলো
হই চির সম্পন্ন তোমার ভালবাসার প্রাচুর্যে ।

ফিরে দেখ অযাচিত এই মুখপানে,
শুধু একবার শোনো মিনতি আমার,
সকলের পরেই কাছে ডেকো কোনো অবসরে
অতৃপ্ত হৃদে এই হবে অমৃত উপহার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here