- Advertisement -
- Advertisement -
অশনি সঙ্কেত
সৈয়দ আজিজ
হে পবিত্র রক্ত গোলাপ
তোমার রক্ত চুষে খাচ্ছে
সময়ের অদৃশ্য ঘুনপোকা
ঝাঁঝরা হয়ে গেছে তোমার
দল মেলা সুগন্ধি পত্রপল্লবরাজী
তুমি এখন শুধুই কণ্টকাকীর্ণ
বিয়োগান্তক ইতিহাসের জঞ্জাল
অন্ধকার রাত্রির চক্ষুর মতো
জ্বলজ্বল করছে শিকারীর চোখ
তবুও তৃষ্ণা মেটেনি এখনও
রক্ত পিপাসুদের রক্ত লিপ্সার
দানবের পরনে জীব্রাঈলের কুর্তা
গোলাপ প্রেমিরা জ্ঞান সংকীর্ণতায়
বিভ্রান্তিতে নিমজ্জ্বিত চাদরে আবৃত
তোমাকে অনিবার্য্য রক্ষাকারীরা
বিপন্নতার দূর্দিনে আশ্রিতও লাঞ্ছিত।
- Advertisement -