অসহায় চোখ- লুৎফুন নাহার

- Advertisement -
- Advertisement -

অসহায় চোখ
লুৎফুন নাহার

 

 

 

জ্যোতিদীপ্ত একজোড়া অসহায় চোখ
বয়সের চেয়েও বৃদ্ধ
চশমার কাঁচে বৃষ্টিতে ভিজে, রোদের আঁচে
দেখেছে অনেক উত্থান-পতন, পরিবর্তন
ঘটন-অঘটন, চমক ও চটক
সুন্দর মুখোশে ঢাকা আড়ালের কুৎসিত মুখ
এ চোখে ৭১ দেখেনি বটে
তবে, অনুরূপ অনেক যুদ্ধই তারা প্রতিনিয়ত দ্যাখে
ফুটপাতে হাড় জিরজিরে শিশুর ক্ষুধার সাথে যুদ্ধ
বর্ষায় বৃষ্টির সাথে যুদ্ধ, পৌষ-মাঘে শীতের সাথে যুদ্ধ
চৈতে আছে খরা ও খাঁ খাঁ করা রোদ
তবু কোনো কালেই পেটের তো নেই অবরোধ
কে নেবে এসবের দায়?
মুখে মুখে সবাই ভাই ভাই, অন্তরে কারও ভাবান্তর নাই!

অনেক খুঁজেও জানা হয় না কোথায় আছে সুখ
প্রায় প্রতিদিনই বহু যুদ্ধ দ্যাখে এই একজোড়া চোখ।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর