- Advertisement -
নাসরিন আক্তার
অস্পষ্টে কাঁদে প্রাণ
অস্পষ্টে কাঁদে প্রাণ
বয়স বাড়ছে বঙ্কিম পৃথিবীর
সময় বয়ে চলে বিষম স্রোতে
অক্ষম আবেগে কাঁপে প্রাণ কাঁদে দু’নয়ন।
অন্ধকার সাঁতরায়ে এবার এসেছি
তুমি আছো, আমিও আছি
বৃত্তের ভিতরে বৃত্ত, বাহিরে বলয় আচ্ছাদিত
পেছনে ছুটে চলে গভীর কুয়াশা।।
বয়সের ভারে দেহলতা নুয়ে আসে
দীর্ঘশ্বাসে, অতিক্লান্ত পর্যদুস্ত ধূসরতা,
হৃদয়ে অস্পষ্ট অপূর্ণতা হাহাকার করে
যদি থাকে ভালোবাসার দু’টি হাত হাতের মুঠোয়,
মৃত্যুর রেখা দেখা যায়
তবুও বয়স মানে না হৃদয়।
সাপ্তাহিক অন্যধারা/১৬ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -