জেসমিন জাহান
অহর্নিশি তোমায় খুঁজি
কবিতার গায়ে নানা আল্পনা এঁকেছি,
ইচ্ছে নদীর বাঁকে মন ঘর বেঁধেছি।
সময়ের খড়তাপে পুড়ে যাওয়া মন,
যাযাবর হয়ে যায় যখন তখন।
যে পথ হারিয়ে গেছে দূর প্রভাতে,
চলেছি সুমুখে তার ঠিকানা পেতে।
মন-প্রাণ সঁপে দিয়ে তোমারি তরে,
নিজেকে দিয়েছি ফাঁকি প্রতি প্রহরে।
শাসনের বেড়াজালে বেঁধে অনুক্ষণ,
প্রতি পলে করেছি যে আত্মহনন।
আজ তাই ফিরে চাই সোনালী সে দিন,
গিলাফের আড়ালে যা হয়েছে বিলীন।
চোখ মেলে চেয়ে দেখি দূর অজানায়,
আমার হারানো ধন ডাক দিয়ে যায়।
চেয়ে থাকি অনিমেষ সেদিক পানে,
হারিয়ে না যায় কভু বিভোল প্রাণে।
রাশি রাশি কথা হাসি ফিরিবে ঘরে,
কত যুগ কেটে গেছে বিহনে তারে।
মায়াবতি চোখ দু’টি মেলে দিয়ে হায়,
তাহার মনের কাছে ডাকিবে আমায়।
অন্যধারা/ ৩০ আগস্ট ২০১৮/ জেডএন