অাকাংখা । মোঃমনোয়ার হোসোন

- Advertisement -
- Advertisement -

অাকাংখা
মোঃমনোয়ার হোসোন

সেদিন অাকাশে উঠেনি’ক রবি
পাখীরা গায়নি গান,
সাগরে সেদিন ঢেউ জাগেনি’ক
নদীতে ছিল না তান।

জ্যাৎস্নায় সেদিন ফিক লেগেছিল
মেঘে ঢাকা ছিল অাকাশ,
চারিদিকে ছিল শুধু নিরবতা
বাতাসে ছিল না সুবাস।

অাঁখী দু’টি ছিল জলে টলমল
বুকে ছিল কশাঘাত,
শ্রাবণ বরিষণ বেদনা ভুলিতে
কেঁদে ছিল দিন রাত।

কেঁদে কেঁদে সব ধুয়ে মুছে যাক
হৃদয়ের ব্যাথা ভার,
অাকাশ সাগর ঝর্ণাধারারা
জেগে উঠুক পুণঃবার।

পুরাতন ভূবন দূর হয়ে যাক
অাসুক নূতন ভূবন,
নূতন অাবেশে নূতন পরশে
জাগুক চঞ্চল শিহরণ ।

- Advertisement -

আরো পড়ুুর