অন্যধারা ডেস্ক : গ্যাজেট অ্যান্ড গিয়ার নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আইফোন ১৩ সিরিজের চারটি ফোন উন্মুক্ত করেছেন ।তাই দেশি ব্যবহারকারীরা ২৮ অক্টোবর থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে পারছেন ।
বাংলাদেশী মূল্য অনুযায়ী আইফোন ১৩ মিনি (১২৮ জিবি) ১ লাখ তিন হাজার ৯৯৯ টাকায়, আইফোন ১৩ (১২৮ জিবি) ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকায় ও ২৫৬ জিবি ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকায়, আইফোন ১৩ প্রো (১২৮ জিবি) দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকায় ও ২৫৬ জিবি ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকায় এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স (১২৮ জিবি) ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকায় ও ২৫৬ জিবি ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এর গ্রাহকরা। ২৪ মাসের ইএমআই সুবিধায় বিনা সুদে আইফোন কিনতে পারবেন আগ্রহীরা।
অন্যধারা/সাগর