আগুন আমি ভালবাসি । কামরুজ্জামান কায়েম

আগুন আমি ভালবাসি
কামরুজ্জামান কায়েম

আগুন আমি ভালবাসি, তাই তোমাকে ভালবাসি
তোমার আগুনের লেলিহান শিখা
আমাকে পোড়ায় শত সহস্র লক্ষ কোটি বছর
আমি পুড়ে পুড়ে,
ফিনিক্স পাখি হয়ে আবার ফিরে আসি এই পৃথিবীতে।

তোমার স্বচ্ছ চোখে অবগাহন করে
মসৃণ স্নিগ্ধ কোমল গ্রীবা পার হয়ে এসে
দেখি প্রজ্জলিত রক্তাভ ওষ্ঠ যুগল
আমি জানি স্পর্শ মাত্রই পুড়ে অঙ্গার হয়ে যাবো
তবু স্পর্শ করি, ইচ্ছে করে পুড়ি তোমার আগুনে
অসামান্য যৌবনের স্থাপত্য সৌন্দর্য পিয়াসা
আমাকে দাঁড় করিয়ে রাখে লক্ষ কোটি বছর।

প্রোজ্জল রক্ত জবা নাভিমূলে কাছে এসে বসে থাকি
আমি আর এগোতে পারি না,
এ যেন রহস্য ভরা পথ
জ্বলে আছে উৎক্ষিপ্ত এক লাভার ভিসুভিয়াস
শরীরে আগুনের হালকা এসে লাগে
ঈষপাতের মতো গলে যেতে থাকে ত্বক মাংস পিণ্ড
প্রতিটি কোষ প্রতিটি রক্ত ফোঁটার শ্বেত,
লোহিত কণিকা থেকে জন্ম নিতে থাকে এক একটি ফিনিক্স
উড়ে যায় নীল দিগন্তের দিকে, অনন্তকালের দিকে তাদের যাত্রা

আগুন আমি ভালবাসি তাই তোমাকে ভালবাসি,
আগুনের লেলিহান শিখা আমাকে পোড়ায়
আমি লক্ষ লক্ষ কোটি বছর তোমাকে ভালবাসি
আমি লক্ষ লক্ষ কোটি বছর আগুন ভালবাসি
আমার জন্ম আমার মৃত্যু চলতে থাকে
শত সহস্র লক্ষ কোটি বছর, অনাদি কাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here