আগুন পথ । শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

আগুন পথ 
শাওন আসগর

 

আগুন পথেই আমার আগ্রহ খুব
পথের শরীর ঘেষে ঘাস আর লতাগুল্ম
হালটে তার জড়িয়ে থাকে গোলাপের জল
অদূরেই অভ্যন্তরে ঘর
ঘরের ভেতর আরেক উজ্জল ঘর।

ঈর্ষায় ছিনিয়ে নিই রাতের চাঁদ
তারাপুঞ্জ ও হালটের সব ঘাস মিশে একাকার
আমি উষ্ণতা অনুভব করি গভীর শ্বাসে
রাতের শিথিলতা ভেঙ্গে আগুনেই ঝাপ দিই
আগুনপথ এখন আমার সাবলিল গন্তব্য শুধু।

ভোরের খিড়কী খুলে
শরীরের সব আড়মোড়া ভেঙ্গে দেখি
পথের ভেতর আগুনের শিখা
আগুন খুব প্রিয় হয় পথের মোড়ে শীতের ভোরে।

- Advertisement -

আরো পড়ুুর