আগুন বৃত্তান্ত । রফিক হাসান

আগুনের সাথে বন্ধুত্ব আমার বহুদিনের
জন্মের পর থেকে শরীরময় জ্বলে ধিকিধিকি
আগুন, কখনো উর্ধ্বমূখী তাপমাপার কাঁটা
শিরা-উপশিরা রক্ত-মাংসের চলমান স্ফুলিঙ্গ

নিক্ষেপিত নিজের গড়া নরককুণ্ডে, আগুন
আমাকে খায় না, চারপাশে জ্বলে লেলিহান শিখা
বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি অগ্নিরূপ, কী অপূর্ব!

পথে পথে আজও ঘুরে বেড়ায় নব্য নমরূদ
ছিটকে পড়ে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান
লুট হয় হাজার বছরে গড়া সোনার বাগদাদ
শরবিদ্ধ দেহ মুখ লুকায় প্রান্তর কিনারে
কেউ গোপনে শত্রু কে ফেলে দেয় ইটভাটায়
দীর্ঘ হয় গুমের তালিকা, ব্যর্থ হলে শত্রু
নিধন কৌশল, আগুন হয় সুশীতল বাতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here