আজ বসন্ত নাকি । মো: আনিছুর রহমান

- Advertisement -
- Advertisement -

আজ বসন্ত নাকি
মো: আনিছুর রহমান

শিমুল ডাল ঝাঁকে ঝাঁকে,
বসছে পাখি, উড়ছে ডাকি ।
মধুবনে মাধুকরী
গুনগুনিয়ে ফুলেফুলে
বেড়ায় ঘুরে মধু চাকি ।

সজনে ডালে থোকা থোকা
ফুলের মাঝে ঝাঁকে ঝাঁকে
গুনগুনিয়ে ভ্রোমর ওড়ে
ফাগুন দিনে আমের বনের বাতাশ ভারি,
মৌ মৌ মৌ গন্ধ আসি,
মনে আমার বলছে কথা বারে বারে,
আজ বসন্ত নাকি ?
আজ বসন্ত নাকি ?

আপন মনে ঘুরে বেড়ায় মৌমাছিরা,
ফুলে ফুলে, ঘাসের ডগায়
বাসন্তী রঙ রেনু মেখে আবির ছড়ায়,
উড়িয়ে দেয় প্রজাপতি
রঙ বেরঙয়ের শাড়ির আচল ।

উদাস বনে ঐ দূরের পানে
একলা বসে কুহূতানে, কোকিল ডাকে,
হঠাৎ আমার মনের কোণে দিচ্ছে উকি,
পাতা ঝরা দুপুর বেলায়
দমকা হাওয়া বলছে ডাকি,
আজ বসন্ত নাকি?
আজ বসন্ত নাকি??

অন্যধারা/১৩ ফেব্রুয়ারি ২০২১/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর