আন্তর্জাতিক ডেস্ক : প্রথম আদালতের সাক্ষ্যে ‘উস্কানি’ অস্বীকার করেছেন মিয়ানমারের মিয়ানমারের সাবেক সরকার প্রধান অং সান সু চি, যাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করা হয়েছিল, তাকে রুদ্ধদ্বার কার্যক্রমে একাধিক অভিযোগের মুখোমুখি করা হয়েছে।
জেনারেলরা, যাদের অভ্যুত্থান মিয়ানমারকে অশান্তিতে ফেলেছিল, তারা ৭৬ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে আদালতে বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনেছে এবং দোষী প্রমাণিত হলে তাকে বছরের পর বছর কারাগারে যেতে হতে পারে।
ফেব্রুয়ারিতে সু চির দল দুটি বিবৃতি প্রকাশ করেছিল। এতে সামরিক শাসনের নিন্দা ও আন্তর্জাতিক সংগঠনকে তাদের সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছিল। এই ঘটনাকে উসকানি হিসেবে আখ্যা দিয়েই মূলত জান্তা সরকার সু চির বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু আদালতে দেওয়া সাক্ষ্যে তার বিরুদ্ধে উসকানিমূলক আচরণের যে অভিযোগ আনা হয়েছে তা অং সান সু চি অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তার আইনজীবী দলের এক সদস্য বলেন, সু চি খুব ভালোভাবেই নির্দোষ প্রমাণ করতে পেরেছেন। আইনজীবী এর বাইরে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ মামলার শুনানির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়। (আলজাজিরা)
অন্যধারা/সাগর