আন্তর্জাতিক ডেস্ক : তালেবান আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণ দখল করেছে বলে দাবি করেছে। সর্বশেষ আফগান প্রদেশের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে। রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকা অবস্থিত। টানা কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) সংঘর্ষ চলছে।
তালেবানের এক মুখপাত্র বলেন, এই জয়ের মাধ্যমে দেশের পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে তালেবান পঞ্জশিরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও এনআরএফ তাদের দাবি প্রত্যাখ্যান করেছে।
রোববার এনআরএফ-এর নেতা আহমেদ মাসুদ বলেছেন তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত। তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পঞ্জশিরে দেড় লাখ থেকে ২ লাখ মানুষের বসবাস।
অন্যধারা/সাগর