আফগানিস্তানের মতো ভারতের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখুন : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: আফগান মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশ ও মানবাধিকার সংগঠনগুলোকে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলতে আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতে মুসলমানদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার বিষয়ে এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে ইমরান খান বলেন, আমরা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতা আর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছি।জাতিসঙ্ঘের মানবাধিকার ফোরামেও আমরা এ প্রসঙ্গ তুলেছি। এখন তারা যদি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘনের ঘটনা দেখতে পায়, তাহলে ভারতের যা ঘটছে তা কেন দেখতে পায় না। সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

সাপ্তাহিক অন্যধারা // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here