আফগানিস্তানে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে- ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইমরান খান আফগানিস্তানে গৃহযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেন, গৃহযুদ্ধ শুরু হলে তার দেশ প্রাথমিকভাবে মানবিক ও শরণার্থী সংকটের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।

ইমরান খানের সরকার বারবার বিশ্বকে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন যে, তালেবান যদি সেখানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে না পারে তাহলে আফগানিস্তানে গৃহযুদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

ইমরান  খান  বিবিসি এক সাক্ষাতকারে বলেন, তালেবান যদি সকল দলের অংশগ্রহণের মাধ্যমে  একটি অন্তর্ভুক্তিমূলক সরকার  গঠন না করে তাহলে আফগানিস্তানে ধীরে ধীরে এটি একটি গৃহযুদ্ধে রূপ নেবে, যার প্রভাব পাকিস্তানের উপর পরবে।

ইমরান খান বলেন, আফগানিস্তানে প্রাথমিকভাবে  গৃহযুদ্ধ শুরু হলে মানবিক ও শরণার্থী সংকটের সম্ভাবনা তার দেশ, সেইসাথে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী দ্বারা আফগান মাটি ব্যবহারের হতে পারে।

গৃহ যুদ্ধ শুরু হলে আফগানিস্তান সন্ত্রাসীদের জন্য আদর্শ জায়গা হয়ে উঠবে আর এটাই আমাদের চিন্তার বিষয়। সুতরাং আফগান মাটি থেকে সন্ত্রাস, এবং দ্বিতীয়ত যদি মানবিক সংকট বা গৃহযুদ্ধ হয়, আমাদের জন্য হবে শরণার্থী সমস্যা।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here