আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকরা জানিয়েছেন, দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে ইসরাইলি সেনারা একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে। মাথায় গুলিবিদ্ধ ২৭ বছরের ওই ফিলিস্তিনি যুবকের নাম মোহাম্মদ আলি খাবিসা।।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেইটা শহরের ফ্ল্যাশপয়েন্ট নিহত ব্যক্তির মাথায় গুলি করা হয়, যা ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভের দৃশ্য। তাকে উত্তর পশ্চিম তীরের শহর নাবলুসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
ফিলিস্তিনিদের সরকারি ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, রাবার বুলেটের গুলিতে আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শত শত ফিলিস্তিনি এলাকায় জড়ো হয়েছে, টায়ার জ্বালিয়েছে এবং ঘটনাস্থলে সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেছে।
বেইটার বাসিন্দারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছে যতক্ষণ না সেনাবাহিনী ফাঁড়ি ছেড়ে চলে না যায়। মে মাস থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত ও শতাধিক আহত হয়েছে। (আলজাজিরা)
অন্যধারা/সাগর