আবু সালেহ ’র ২টি ছড়া

আবু সালেহ ’র ২টি ছড়া
আবু সালেহ ’র ২টি ছড়া

ছড়া-১

যে যেমনটি পারছে
বিএনপিতে
নেতাগিরি ঝাড়ছে।

যার যেখানে
থাকার কথা নয়
সেই বাটপার
চেয়ার পেতে রয়!

ব্যপার দেখে
তৃনমূলে
ক্রমেই ক্ষোভ বাড়ছে।

 

ছড়া-২

সিনহা বাবু পারবেন কি
ধ্বকল গুলো সামলাতে
না ফেসে যান ‘দেশদ্রোহের’
নানা ধারার মামলাতে।

পাচ্ছি আওয়াজ মুহুর্মুহু
কি জানি কি হয়
করছে বিরাজ চতুর্দিকে
আজগুবি এক ভয়।

হচ্ছে মিটিং দিবা রাত্র
মন্ত্রী এবং আমলাতে।

 
তথ্যসূত্র : অনলাইন ডেক্স /১৫ আগস্ট/জে এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here