আবেগী বিবেক । বেবী আফরোজ

আবেগী বিবেক
বেবী আফরোজ

এক জীবনের এই ছোট্ট জগৎটাতে
তোমারি বিচরণ, অবাধে বসবাস
শিশির কনার মতো নয়,
চিরস্থায়ী।

আমি তোমায় চেয়ে এনেছি
খুব করে
আমার ভালবাসার নামে,
বিধাতার কাছ থেকে ।

রুপালি আলো কিংবা অদ্ভুত আঁধার
সমস্ত অন্দরেই
আমি তোমাকে দেখি ।

আমি ছুঁতে চাই, চাঁদ নয়
তোমার উপবাসী ভালবাসার
গহীন তীব্রতা ।

নীল নীলিমার মেঘ রাজপূত্রদের
মাঝে কেবল
তুমিই থাক দৃষ্টিসীমায়।

এবং চিরস্থায়ী এই স্বর্নালী আবেশ
অথবা আবেগী বিবেক
আদৌ মুহূর্তের অন্দরে নয়
কিংবা এক যুগের।
আমৃত্যুই, আজীবন
হয়তো মরনের ওপারেও ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here