আবেগী বিবেক
বেবী আফরোজ
এক জীবনের এই ছোট্ট জগৎটাতে
তোমারি বিচরণ, অবাধে বসবাস
শিশির কনার মতো নয়,
চিরস্থায়ী।
আমি তোমায় চেয়ে এনেছি
খুব করে
আমার ভালবাসার নামে,
বিধাতার কাছ থেকে ।
রুপালি আলো কিংবা অদ্ভুত আঁধার
সমস্ত অন্দরেই
আমি তোমাকে দেখি ।
আমি ছুঁতে চাই, চাঁদ নয়
তোমার উপবাসী ভালবাসার
গহীন তীব্রতা ।
নীল নীলিমার মেঘ রাজপূত্রদের
মাঝে কেবল
তুমিই থাক দৃষ্টিসীমায়।
এবং চিরস্থায়ী এই স্বর্নালী আবেশ
অথবা আবেগী বিবেক
আদৌ মুহূর্তের অন্দরে নয়
কিংবা এক যুগের।
আমৃত্যুই, আজীবন
হয়তো মরনের ওপারেও ।