আমাকে খুঁজলেই
আলী মুহাম্মদ লিয়াকত
জীর্ণ পত্রপল্লব ঝরে মনের মর্মরে
নতুন নতুন কুঁড়ি সবুজের বুকে
পাপড়ীরা দল মেলে ফুটে ওঠে ফুল
লাল হলুদ গোলাপ রঙে প্রফুল্ল বাগান।
বাকবাকুম পায়রা পুচ্ছ নেড়ে নাচে
কোকিলের কুহুতান, ভ্রমরের গুঞ্জরণ
বৃক্ষ শাখে গায় পাখি মোহময় সুরে
দখিনা সমীরণ নাকি ফালগুনী হাওয়া
চাঁদনী রাতে জোছনা এসে বাড়ায় বুকের জ্বালা।
উতলা এ মন অযথা করে চন্মন
নাই নাই হাহাকার কারে যেন খোঁজে
খোঁপায় হলুদ গাঁদা না হয় গোলাপ
হাওয়ার দোলনায় দোলে বাসন্তী-তরুণী
রাঙামাটি রাজপথ এক সাথে হাঁটে।
এক বুক ভালোবাসা হাসিতে বিলায়
ঘর ছেড়ে সেও আসে উম্মুক্ত আকাশে
তরুণ-তরুণী যখন হাতে রাখে হাত
বিদ্যুৎ ঝিলিক মেরে আড়চোখে চায়
দেহ মন প্রাণ হলে জীবন্ত আগুন
আমাকে খুঁজলে পাবে বাসন্তী- ফাগুন।