আমাদের গাঁও । শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

আমাদের গাঁও
শাওন আসগর

ওই যে দেখো বটের গাছ, ওই যে আমার গাঁও
বটের পাশে খালের পাড়ে বাঁধা আছে নাও
ওই নায়েতে সকাল বিকেল আমার আসা যাওয়া
মায়ের স্নেহে পাখির গানে অন্তরে বয় হাওয়া।

আমার গাঁয়ের শীতল হাওয়া কাঁচা পথের বাটে
চাষা কামার জেলে নিয়ে জীবনটা বেশ কাটে
সময় হলে উঠোন জুড়ে ক্ষেতের ফসল তুলি
জীবন মানেই কষ্ট অনেক যাইনা সেসব ভুলি।

গাঁয়ের বধু সরল ভারি করছে যে যার কাজ
গরীব হলেও খাঁটতে যে তার হয়না কোন লাজ
দিনের শেষে আঁধার নামে তবুও মুখে হাসি
ছোট্ট শিশুর স্নেহের পরশ বড়ো ভালোবাসি।

মানুষকে তাই ভালোবাসি মানুষ সবার সেরা
একই সুতোয় বাঁধা থাকি সুখে জীবন ঘেরা।

- Advertisement -

আরো পড়ুুর