আমার কবি জীবন । বাদল মেহেদী

আমার কবি জীবন 
বাদল মেহেদী

আমি সারাক্ষণ কবিতা নিয়ে ভাবি
ভালোবাসার রঙগুলো কবিতার রূপ দেই
তুমি ভেবো না এ আমার লুকোচুরি খেলা
পৃথিবীতে ভালোবাসা আছে বলেই কবিতার সৃষ্টি
যেমন তুমি আছ বলেই আমি ভালোবাসার স্বপ্ন দেখি।

রঙতুলিতে ছবি আঁকা যায়- নির্বাক ছবি
কবিতার ছবিগুলো নির্বাক নয়
সবাকচিত্রের মতো সারাক্ষণ ভেসে বেড়ায় চোখের সামনে
আমার কবিতা যেমন ভালোবাসার রূপকল্প
দুঃখগুলোও তেমনি হৃদয়ে কবিতার সম্ভার জোগায়।

কবিরা পার্থিব জগতে আহামরি কিছু না
মাঝে মধ্যে ভাবি কবি না হয়ে যদি শুকপাখি হতাম
সারাক্ষণ মুখে ফিরতো তোমার শিখানো বুলি
জানি এতে তুমি খুশি হতে
কিন্তু আমার সত্তা বাকরুদ্ধ হয়ে গুমরে মরতো।

পার্থিব জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই
সম্পদের পাহাড় গড়তে গড়তে কারো হয় জীবনাবসান
কারো থাকে ক্ষমতার শীর্ষে ওঠার আজন্ম স্পৃহা
আমার কবি জীবন একেবারেই সাদামাটা
মাঝেমধ্যে ভালোবাসা পাই- সেখানেও জোয়ার ভাটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here