- Advertisement -
- Advertisement -
আমার মায়ের গান
মুহম্মদ হেলাল উদ্দীন
পূর্ব ঝর্ণার জোয়ার দিয়ে
অজু করে সূর্য
পশ্চিমে সে সিজদা লুটে
প্রশান্তি মাধুর্য।
অজু করে উঠলো হেসে
সন্ধ্যা রুপালী চাঁদ,
আজনা কোমল প্রাণ জুড়ালো,
ওই বেহেস্তি সুর-স্বাধ।
শিশির কণায় অজু করে
ঋতু ফুলকুড়িদের
ফুলের ঢেউয়ে রঙ বাহারী
রঙ ধনু-ঘুড়িদের।
গাছ গাছালি অজু করে
আকাশ নহর বানে
বেহেস্তি রুপ উঠলো ফুটে
আমার মায়ের গানে।
- Advertisement -