আমি বেঁচে থাকি । শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

আমি বেঁচে থাকি
শাওন আসগর

 

ঘুমহীন রাত কাটে
কোনো বিলাসিতা বা অসুখের পূর্ব সংকেতও নয়
জীবনের গল্প থেকে খুটে খুটে নেয়ার অবিরাম নীরব অভিযান
উজাগর রাত কাটে, ঘুমহীন রাত ঘুমহীন রাত
ঘাড়ের কাছে চুপচাপ অপেক্ষায় থাকে আজরাইল
ব্যর্থতার হিসেব কষে ভাবি নিজেই হবো হন্তারক নিজের ঘরে
ভেবে ভেবে দিশাহীন।

এই অন্তরের সকল বিষ নিজেই চুষে নেবো
একদিন সর্বত্র ছড়িয়ে পড়বে পরাজয়ের করুণ খবর
ঠিক তখনই তুমি শর্ত ছুঁড়ে দিলে
অন্যভাবে হউক মৃত্যুর আয়োজন।

আমি বেঁচে ওঠি স্বপ্নময় হয়ে ওঠি
শহরের ব্যস্ততা ছেড়ে নদীর পাড় কাঁচা সড়ক সবুজের বিছানা দেখি
আমি নীল আকাশে শাদা উড়না উড়ে যেতে দেখি
আমি পাহাড়ের শিখরে অচেনা পাখির বাসস্থান দেখি
প্রিয় বাংলাদেশ তখন রূপবতী হয়ে ওঠে
হত দরিদ্র মানুষগুলো তখন প্রাণবন্ত হয়ে ওঠে
পথচারী প্রতিবেশিগণ বন্ধু বাৎসল্য হয়ে ওঠে
সহচর অনুগামিরা ভালোবাসার পুষ্প নিয়ে অপেক্ষা করতে থাকে।

আমি তখন দৃঢ় প্রতিজ্ঞায় মৃত্যুর উগ্র বাসনাকে প্রতিরোধ করি
বিকেলের চায়ের কাপে ঢলে পড়ে দিগন্তের আলোর রেখা
বারান্দার জ¦লজ¦লে সন্ধ্যাতারার আলোয় খুনসুটি করে স্মৃতিময় কথামালা
পথশিশুদের বই কাঠপেন্সিল আর ওদের কবিতার সৌন্দর্যে বেঁচে ওঠি
আমি বেঁচে ওঠি চাঁদের মতো নক্ষত্রের মতো
আমি বসন্তের শীতল হাওয়ায় পান করি জগতের অমৃত সুধা
বাঁচার সকল কৌশল চিত্র দেখি সুন্দর মানুষের ভেতর।

আমি বেঁচে থাকি
ভাবি বৃক্ষ নদী জল।
তাদের কথা। তার কথা তার কথা…
আজরাইল দূর কোনো অভিযানে যায়
হতাশায় পাপবিদ্ধ মানুষের কাছে।

- Advertisement -

আরো পড়ুুর