আরণ্যক বোধ
শাহীন রেজা
রাত যত বাড়ে ততই দীর্ঘ ক্ষুধা
কামনার ভাঁজেভাঁজে পানকৌড়ি সুখ আর
জলের মিছিলে সব আরণ্যক বোধ
রাত্রি এলেই কেঁপে ওঠে তোমার ভূভাগ
চাঁদের বিছানা পেতে কেমন প্রস্তুত তুমি এবং
তোমার মৌ-জাম
আমিও কৃপাণ তুলি ধারালো পৌরুষ
রাতের সকল ঘামে তুমি যেন দহনের সুর
গহন লতার ভাঁজে গোপনের চাবি
তোমার অধরে আঁকা মনসার ঠোঁট
তার আঁচে পুড়ি আমি পোড়ে সব ডাকিনীযোগিনী
রাত্রি এলেই বাতাসের দাপাদাপি
শব্দচেরাগ হাতে কবিতার ছোটাছুটি
ছায়াকাশবনে বিনোদী রাইয়ের বুকে চেনা শ্যাম কী কেমন দোলে
অচেনা বিনুনি হয়ে কামফালগুনে।