আল মাহমুদ স্মরণে । আনোয়ার সুফিয়ান

আনোয়ার সুফিয়ান
আল মাহমুদ স্মরণে

আল মাহমুদ
তুমি যে তুলো প্রেরণার বুদবুদ।
সত্যের পথে নির্ভীক চেয়ে থাকা অপলক
বলো বলো তোমার মতো কে খুঁজবে মায়ের নোলক?
‘পাখির কাছে ফুলের কাছে’ শোক নেমেছে আজ
পকেট থেকে কে খুলবেগো কাব্যলেখার ভাঁজ?
দেখো দেখো শোকাহত ‘বখতিয়ারের ঘোড়া’
তোমার ‘লোক লোকান্তর’ মানে না আর চোখ জোড়া।
সে কথা জানি, আল মাহমুদেরা মরে না, স্থান বদলায়
সহসা তবু নড়ে মন মিনার কী জানি কী আচমকায়।
আল মাহমুদ, আল মাহমুদ এ নামেই করি দোয়া
খোদার রহমে পাও তুমি জান্নাতের ছোঁয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here