- Advertisement -
- Advertisement -
আশ্বিনের চাঁদ
বোরহান মেহেদী
চাঁদনি পশর নেমেছিলো
শিশির মুখে-সবুজ গালিচায়,
টলমল পুকুর পদ্ম বুকে
সোনা ব্যাঙের মনি কোটায়।
আশ্বিনের পেলব পেখম
রাত্রি ক্যানভাসে মধুকাঞ্চন,
তুলিতে আঁকিবুকি ছবি
অদম্য ভালোবাসার কাঁপণ।
দিঘল আবছায়া কুড়গৃহে
প্রাণের বিলাস জুড়ে স্বপ্নিল,
অসম্ভব আদুরী বিলাপ
সমুদ্রে উড়ে যেন শঙ্খ চিল।
তরঙ্গে তরঙ্গ খুঁজে ভাব
মনের চৌকিতে পোড়ে মন,
নিভু জোনাকীর আলো
গড়ে তোলে প্রণয় অণুক্ষন।
বিভা মহিত কালো চরে
খৈফোটা ঘাসফুলে নিশুতি,
ধ্রæপদি সঙ্গমের নৃত্যাঙ্গি
এ অন্দরে বিনোদী মৌমতি।
জীবন রঙে চাঁদ দ্রোহ
অবিরাম জল জলস্রোত মোহনা,
প্রকৃতির আকুতি প্রহর
শুখে জঠরের জন্ম ঠিকানা।
- Advertisement -