আয়না বন্ধু বসি একবার- সৌরভ দুর্জয়

- Advertisement -
- Advertisement -

আয়না বন্ধু বসি একবার
সৌরভ দুর্জয়
——————
কোথায় গেলো কেষ্ট চলে কোথায় খুকুরাণী?
কোথায় আছে টিকু দিদি খবর নাহি জানি।

কোথায় আছে বন্ধু সনজিত কেমন আছে রবীন?
পবন দাদা হয়ে গেছে সত্যি যেন প্রবীন।

চলে গেছে মিজান – রাজ্জাক পিছে পিছে বালাম,
এইতো সেদিন আমরা সবাই কতো কাছের ছিলাম।

হারায় গেছে মশিউর ভাই মনে আছে তবু,
ছাদিয়ার ভাই বেঁচে তো নাই ; সাথে বন্ধু লাবু।

খেলার মাঠে নাহি ছোটে আমার ছকু মামা,
ওবায়দুর ভাই পড়ে না আর ফার্সি পান্দেনামা।

মনজুর গাজী কবর মাঝে শুয়ে আছে একা,
হুমায়ূন ভাই মরে গেছে পাই না কোন দেখা।

মফিজুর ভাই মিশে গেছে মাটির সাথে আগে,
তাঁকে নিয়ে মনের মাঝে কতো স্মৃতি জাগে।

অমল দাদা কোথায় আছে জানি সবাই জানি,
হরমুজ কভূ ঘুরাবে না ওদের কাঠের ঘাঁনি।

লুৎফর ভাইর মুখের হাসি দেখবো না কেউ কভূ,
পরোপারে ভালো রেখো ভাইকে আমার প্রভূ।

লক্ষ্মে দাদা হাসে সদা বসে দোকান মাঝে,
লক্ষণ দাদা ব্যস্ত আছে শুধু নিজের কাজে।

সেলিম শিকদার গীতি কবি মাসুদ দেখে রোগী,
নাসির লস্কার হয়ে গেছে মধ্য স্বত্ত্ব ভোগী।

ভালো মেয়ে ছিলো সত্যি বসুপটির ডলি,
বাবার সাথে কাঁদতে কাঁদতে ভারত গেছে চলি।

দুখু হুমায়ুন সাংবাদিক ইঞ্জিনিয়ার ওটু,
লেখা পড়ায় ছোট থেকে ছিলো অনেক পটু

হাফেজ ছিলো ছরোয়ার ভাই পড়তো কাশিপুরে,
ত্রিশ পারা কোরআন পড়তো মিষ্টি মধুর সুরে।

খুঁজি তারে ঘুরে ঘুরে পাই না তবু দেখা,
গৌরী এখন কেমন আছে যাচ্ছে না তা লেখা।

হয়তো অনেক ভালো আছে বয়স গেছে বেড়ে,
শ্বশুর বাড়ি গেছে গৌরী ফোর পর্যন্ত পড়ে।

দেলদার খুলে সে দ্বার বেচা কেনা করে,
বিপুল কেবল নদীর মাঝে পুঁটি পাঙ্গাস ধরে।

কৃষ্ণা এখন গাঁয়ের বধূ রান্না বাড়া করে,
ভালো আছে সুখে আছে হারাধন দা’র ঘরে।

এনামুল আর খায়ের থাকে রায়গাঁয় ওদের বাড়ি,
নাছরিন এখন চুলায় চড়ায় বড় বড় হাঁড়ি।

সুরাইয়ার তো হলো বিয়ে টেনে যখন পড়ে,
বয়স ছিলো চৌদ্দ বছর হিসাব করলে গড়ে।

রেজাউলের ছেলে এখন ভার্সিটির এক ছাত্র,
রোমেচাও নানী হইছে পেয়ে ভালো পাত্র।

সাজেদা থাকে আমাদাতে বাবার বাড়ি ছাড়ি,
হাবিব আছে যশোর জেলায় দালান কোঠা গড়ি।

সবাই ব্যস্ত নিজের কাজে ;কেউবা পরোপারে,
আমি শুধু খুঁজে বেড়াই কোথায় পাবো কারে।

দূরে থেকে খুঁজে বেড়াই যাই না কারো কাছে,
এসব যেন ছলনার জাল মধ্যে ফাঁকা আছে।

আজো যারা ধরার মাঝে নিঃশ্বাস নিয়ে আছি,
বলা যায়া না বন্ধু আমারা কে কতো দিন বাঁচি।

আয়না বন্ধু বসি একবার নবগঙ্গার তীরে,
যেথায় আছে অনেক স্মৃতি সবার জীবন ঘিরে।

বলি কথা মনটা ভরে হাসি সবাই মুখে,
সবার পাশে থাকি সবাই সুখে কিংবা দু’খে।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর