ইজারা নিয়েছে ঘাতকদল
শাওন আসগর
আমাদের ধ্বমনী এখন বাস্তবিকই জ্বরাগ্রস্থ
চোখ ক্লান্তির ময়লায় নিভু নিভু
তীব্র যন্ত্রণার শায়কে বিদ্ধ হয়ে আছে দিন দিন
আমাদের হাতে বয়সের ব্যর্থতা
পাঁজরের সন্নিকটে বার্ধক্যের এ্যঁজমা কফ
আকাঙ্খার সব প্রসঙ্গেই অদৃশ্য আঘাতের হাতছানী
নাসিকাযন্ত্রে ফরমালিন ধুলো দুষিত কথার তুবড়ি হোঁচট খায়
চাইলে মুক্ত হতে পারিনা সবাই
সকলের একই অবস্থা-দূরারোগ্য ব্যধিতে শয্যাশায়ি।
আমাদের হস্ত চোখ যুগল পা এবং পিঠের গম্বুজে পতনের আহাজারি
আপাদমস্তক ইজারা নিয়েছে ঘাতকদল
স্বপ্নের দরোজায় অ্যানাকোন্ডা হা করে আছে নীরব ভঙ্গিমায়
ভবিষ্যত এখন পৈশাচিক পাখির ডানায় উড়ছে অন্য আকাশে
আর আমরা নতজানু দাসের মতোই অদৃশ্য নির্দেশের কাছে বন্দী।
আমাদের জোসনা যা ঝুলে থাকে শিশিরের মাথায়
তাতেও মেঘের কালো ছায়া
আর ওই যে অরণ্য, তাতে নেই জোনাকীর সহজ বিচরণ
ঘৃণা আর অসৌন্দর্যের প্রলেপ বসেছে মনের গহীনে
আমাদের ধ্বমনী বাস্তবিকই জ্বরাগ্রস্থ
শায়কে বিদ্ধ প্রিয় পতাকার রঙ্গিন কাপড়।