ঢাকা, ৯ মে ২০১৭ (অন্যধারা ডট কম): তানভীর আহমেদ সিদ্দিকী দিনাজপুরের পুলিশ লাইন হাই স্কুল থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো: জাফরুল্যা নদী গবেষনা ইন্সটিটিউট থেকে অবসর গ্রহণ করেন ও মা আমাতুর রাকিব একজন গৃহিণী। তানভীর চার ভাই-বোনের মধ্যে সবার আদরের ছোট ভাই। পরীক্ষার ফল প্রকাশের পর তানভীরের সাথে কথা বললে সে জানায়, ‘আমি আমার এই রেজাল্টের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই তারপর আম্মা-আব্বা, আমার স্যারদের (বিশেষ করে আলতাবুর স্যার) আর আপু-ভাইয়াদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বড় হয়ে সে কী হতে চায় এ প্রশ্নের জবাবে তানভীর জানায়, ‘প্রথমে আমি একজন আদর্শ মানুষ ও পরে একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে আমার দেশের জন্য বড় কিছু করতে চাই’। আর তাই সে তার বাবা-মা, শিক্ষক ও বড়দের কাছে দোয়া প্রার্থী।
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তানভীর
- Advertisement -
- Advertisement -
- Advertisement -