ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে

সবচেয়ে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে
সবচেয়ে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে

অন্যধারা ডেস্ক :

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া হারিকেন হিলারি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ বন্যায় প্রাণহানির আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস হারিকেন হিলারিকে এখন পর্যন্ত দ্বিতীয় ক্যাটাগরির ঝরের মধ্যে রেখেছে। দেশটির জাতীয় হারিকেন সেন্টারের বার্তায় বলা হয়েছে, সমুদ্রে সৃষ্ট হারিকেনের ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এ ঝড়েরে ফলে মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঝর যা ক্যালিফোর্নিয়াতে আঘাত হানতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর তার সর্বশেষ বার্তায় জানিয়েছে, হারিকেন হিলারি পুন্টা ইউজেনিয়া থেকে ২৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতই এটি উপকূলের দিকে ধেয়ে আসছে। শক্তিশালী এ হারিকেনের ফলে ক্যালিফোর্নিয়ার কোথাও কোথাও ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

২০-০৮-২০২৩ইং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here