আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের প্রধান বিরোধী দল আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাকে “অপরাধ” বলে নিন্দা করেছে, জোর দিয়ে বলেছে যে আল খলিফা শাসনের নীতি বাহরাইন জাতির ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আল-ওয়েফাক বলেন, মানামা এবং তেল আবিব সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে বাহরাইনের সমাজের সকল স্তরের পক্ষ থেকে তীব্রভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বিরোধী দল জোর বলেন যে, ইসরাইলের সাথে স্বাভাবিকীকরণ চুক্তি বাহরাইনের ইতিহাস এবং ইসলামী পরিচয়ের স্পষ্ট বিরোধী। এটি একটি অবৈধ চুক্তি এবং বাহরাইনের সবাই এটিকে একটি অপরাধ হিসেবে দেখেন।
বিবৃতিতে পুনরাবৃত্তি করা হয়েছে যে সমগ্র বাহরাইন ফিলিস্তিন এবং তাদের একটি স্বাধীন রাষ্ট্র কারণকে সমর্থন করে। বিবৃতিতে বলা হয়েছে যে, বাহরাইন জাতি কঠোর দমন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের কণ্ঠস্বর চেপে রাখার প্রচেষ্টা নির্বিশেষে ফিলিস্তিনিদের এবং তাদের অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন প্রকাশ করতে থাকবে। আমরা বিশ্বাস করি যে আল খলিফা সরকার এবং দখলদার ইসরাইলি শাসনের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তি দুই পক্ষের মধ্যে সামরিক, নিরাপত্তা এবং বুদ্ধিবৃত্তিক সহযোগিতার পথ খুলে দেয়। এটি বাহরাইনের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য ক্ষতিকর।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বছরের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
যেখানে ফিলিস্তিনিরা দখলকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় পূর্ব আল-কুদসকে রাজধানী হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র খুঁজছে, সেখানে এই চুক্তি তাদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।
অন্যধারা/সাগর