আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের জেনিন ও জেরুজালেম এলাকায় রবিবার রাতভর সামরিক অভিযানের সময় ইসরাইলি সেনাদের হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হালেল নিশ্চিত করেছেন, উত্তর -পশ্চিম জেরুজালেমের বিদ্দু গ্রাম থেকে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদেরকে তাদের পরিবার আহমদ জাহরান, মাহমুদ হামিদান এবং জাকারিয়া বাদওয়ান বলে চিহ্নিত করেছে।
ইসরাইলি বাহিনী জেনিন শহরের দক্ষিণ-পশ্চিমে বুরকিন গ্রামের দুই বাসিন্দাকেও হত্যা করে, যাদের ২২ বছর বয়সী ওসামা সোবোহ এবং ১৬ বছরের শিশু ইউসুফ সোবোহ । বিদু থেকে তিন ফিলিস্তিনির লাশ ইসরাইলি সেনা হেফাজতে রয়েছে, আর জেনিনের ওসামা সোবোহ জেনিনের ইবনে সিনা হাসপাতালে মারা যান।
সরকারি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার মতে, ইসরায়েলি বাহিনী বোরকিনে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ওসামা সোবোহ নিহত হন। বিদরুর কাছে বেইত আনান শহরে অভিযান চালানোর পর ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে জহরান, হেমিডান এবং বদওয়ান নিহত হন। (আলজাজিরা)
অন্যধারা/সাগর