আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় সিরীয় এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৪ মিনিটে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। (খবর রয়টার্সর)
কয়েকদিন আগেই সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির হোমস সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় সিরীয় সেনা আহত হন এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়।
অন্যধারা/সাগর