ইসলাম কখনোই চায় না যে আমরা বিলাসবহুল জীবন যাপন করি-তালেবান

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান যোদ্ধারা তাদের অন্যতম ভয়ঙ্কর শত্রু, শক্তিশালী এবং পলাতক সাবেক উপ-রাষ্ট্রপতি আবদুল রশিদ দস্তুমের কাবুল প্রাসাদ দখল করেছে। ২০০১ সালে, তার বিরুদ্ধে ২ হাজারেরও বেশি তালেবান যোদ্ধা হত্যার অভিযোগ আনা হয়েছিল।

তালেবান যোদ্ধারা দোস্তুমের প্রাসাদে তাদের দুপুরের খাবার খায়, যেখানে গুহার ঘরগুলিতে বড় কাচের ঝাড়বাতি, বড় নরম সোফা এবং জটিল ফিরোজা টাইলস সহ একটি ইনডোর সুইমিং পুল রয়েছে। সকল বিলাসিতা ত্যাগ করে তালেবান সুন্নাহকে অনুসরণ করে দুপুরের খাবার সম্পন্ন করে।

আইয়ুবী এএফপিকে বলেন, ইসলাম কখনোই চায় না যে আমরা বিলাসবহুল জীবন যাপন করি, বিলাসিতা স্বর্গে আসে, মৃত্যুর পরের জীবন। (আলজাজিরা)

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর