আবু সায়েম, কক্সবাজার : সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন ভাইসহ আত্মসমর্পন করেছে ১০২ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। বদির তিন ভাই আত্মসমর্পন করলেও আত্মসর্মপন করেননি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সাবেক সংসদ আবদুর রহমান বদি। শনিবার সকাল ১০ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের কাছে সাড়ে ৩ লক্ষ ইয়াবা এবং ৩০টি অস্ত্র দিয়ে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী , স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব। আত্মসমর্পণ কারীদের মধ্যে বদির ভাই মাদক ব্যবসায়ী আবদু শুক্কুর, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, বদির ভাগিনা সাহেদ রহমান লিপু এবং বদির বেয়াই সাহেদ কামাল ও খালাতো ভাই মন মন সেন। এ সময় মাদক ব্যবসায়ীরা ৩ লক্ষ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০টি দেশীয় অস্ত্র ও ৭০টি তাজা কার্তুজ জমা দেন। ১০২ জন ইয়াবা কারবারিদের মধ্যে ৩০ জন ইয়াবা গডফাদার এবং অন্যান্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। সকাল সাড়ে ১০ টায় আইনশৃংখলা বাহিনীর সেফহোম থেকে শীর্ষ ইয়াবা কারবারীদের আত্মসমর্পনের জন্য মঞ্চে আনা হয়। মঞ্চের কাছে একটি দ্বিতলা ভবনে ইয়াবা কারবারীদের রাখা হয়। আত্মসমর্পণশারীদের দেখতে তাদের স্বজন ও এলাকার হাজারো মানুষ ভিড় জমান। আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএমবার, জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন , অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ও অস্ত্র এ ২মামলায় আত্মসমর্পণকারীদের জেলে পাঠানো হয়েছে। আত্মসমর্পণ কারীদের পূর্বের মামলা বহাল থাকবে।