উঠবে জেগে । মুহম্মদ হেলাল উদ্দীন

উঠবে জেগে 
মুহম্মদ হেলাল উদ্দীন

 

উঠবে জেগে ঘুমের পাড়া
হাসবে তখন কাঁদছে যারা
আসবে তেড়ে সাগরের ঢেউ
ছিঁড়বে মুখোশ নগরের কেউ।

কলকাঠি কার রিমোট চাবি?
চটবে জ্বালা বুকের দাবি
ঘটবে তুমুল সুখ ঘটনা
তেল রঙেতে জুট ফটো না।

চাইবে হিসাব রক্ত কণার
সব পৃথিবীর আপন জনার
কোন মাটি লাল রক্তে কতো?
সবুজ ভোলা অবুজ যতো।

আসবে ফুলে আঁধার ভুলে
বুকের সাহস বুতাম খুলে
বাঁধবে বুকে মরণ জ্বালা
উজার করে বরণ ডালা
থাকবে জেগে ঘুমের পাড়া
হাসবে তখন কাঁদছে যারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here